প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে তেজু বিমানবন্দরের আধুনিকীকরণকে স্বাগত জানিয়েছেন। আজ এই বিমানবন্দরের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডুরি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “২০২২-এর নভেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী @narendramodiজি-র ডোনি পোলো বিমানবন্দরের উদ্বোধনের পর তেজু বিমানবন্দরের আধুনিকীকরণ একটি উল্লেখযোগ্য মাইলফলক, যা আমাদের রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে।”
এর জবাবে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন:
“অরুণাচল প্রদেশ এবং গোটা উত্তর পূর্বের যোগাযোগের পক্ষে একটি চমৎকার খবর।”
Wonderful news for connectivity in Arunachal Pradesh and the entire Northeast. https://t.co/3MDy9IFhDy
— Narendra Modi (@narendramodi) September 24, 2023