প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসাম সরকারের নতুন একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন । আসাম সরকার ১৯-শে জুন থেকে ২৫-শে জুন ৩৮-টি নতুন মাধ্যমিক বিদ্যালয় রাজ্যবাসীকে উৎসর্গ করবে । এর মধ্যে ১৯-টি স্কুল চা বাগান এলাকায় ।
আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্বশর্মার এক ট্যুইটবার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন : “প্রশংসনীয় এক উদ্যোগ । যে কোন সমৃদ্ধ জাতির শিক্ষাই হল মেরুদণ্ড । নতুন মাধ্যমিক স্কুলগুলি যুবক-যুবতিদের শক্ত এক ভিত গড়ে তুলতে সাহায্য করবে । বিশেষত চা বাগান অঞ্চলের প্রতি দায়বদ্ধতার কথা জেনে খুব ভাল লাগছে ।”
Commendable initiative. Education is the bedrock of a prosperous nation and these new secondary schools will provide a strong foundation for the youth. Especially pleased to hear about the commitment towards the tea garden areas. https://t.co/uXU00e92Nr
— Narendra Modi (@narendramodi) June 17, 2023