প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লস অ্যাঞ্জেলেস অলিম্পিকস ২০২৮-এ বেসবল – সফ্টবল, ক্রিকেট, ফ্ল্যাট ফুটবল, ল্যাক্রোসে এবং স্কোয়াশের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন। ক্রিকেটের অন্তর্ভুক্তি, বিশ্বজুড়ে এই চমৎকার খেলাটির জনপ্রিয়তা বাড়ার নিদর্শন বলে মন্তব্য করেছেন তিনি।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“লস অ্যাঞ্জেলেস অলিম্পিকস ২০২৮-এ বেসবল – সফ্টবল, ক্রিকেট, ফ্ল্যাট ফুটবল, ল্যাক্রোসে এবং স্কোয়াশ অন্তর্ভুক্ত হচ্ছে জেনে অত্যন্ত আনন্দিত। ক্রীড়াবিদদের কাছে এ এক দুর্দান্ত খবর। ক্রিকেট প্রেমী একটি দেশ হিসেবে আমরা অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে বিশেষভাবে স্বাগত জানাই। এই খেলার জনপ্রিয়তা যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, এ তারই প্রতিফলন।”
Absolutely delighted that baseball-softball, cricket, flag football, lacrosse and squash will feature in @LA28. This is great news for sportspersons. As a cricket loving nation, we specially welcome inclusion of cricket, reflecting the rising global popularity of this wonderful… https://t.co/tnwrzqVPfL
— Narendra Modi (@narendramodi) October 16, 2023