বিহারের জামুইতে এক আদিবাসী হাট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
আদিবাসী হাট পরিদর্শনের পর প্রধানমন্ত্রী এই মর্মে মন্তব্য করেন যে সারা দেশের আদিবাসী ঐতিহ্যের এক বিশেষ সাক্ষ্য বহন করে এই আদিবাসী হাটটি। হাতের কাজে আদিবাসী সমাজের দক্ষতা ও শিল্পকলায় তাঁদের পারদর্শিতা নিঃসন্দেহে বিস্ময়কর।
এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন:
"বিহারের জামুইতে জনজাতির যে হাট বসে তা দেশের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যগত পরম্পরাকে বহন করে। আদিবাসীদের শিল্পকলার কৌশল সত্যিই বিস্ময়কর।"
बिहार के जमुई में लगे हाट में देशभर की हमारी जनजातीय परंपरा, उनकी अद्भुत कला और कौशल का साक्षी बना। pic.twitter.com/4n5KsLZtd7
— Narendra Modi (@narendramodi) November 15, 2024