Inaugurates three important space infrastructure projects worth about Rs 1800 crores
Reviews progress of Ganganyaan and bestows ‘astronaut wings’ to the astronaut-designates
“In the new Kaal Chakra, India is continuously expanding its space in the global order and this is clearly visible in our space program”
“The four astronaut-designates are not just four names or individuals, they are four ‘Shakti’ of carrying the aspirations of 140 crore Indians into space”
“The four astronaut-designates symbolize the trust, courage, valor and discipline of today’s India”
“After 40 years, an Indian is going to space. But now, the time, the countdown and the rocket is ours”
“As India is set to become the top-3 economy of the world, at the same time the country's Gaganyaan is also going to take our space sector to new heights”
“India's Nari Shakti is playing a pivotal role in the space sector”
“India's success in the space sector is sowing the seeds of scientific temperament in the country's young generation”
“ In this Amrit Kaal, an Indian astronaut will land on the Moon in an Indian rocket”
“Society benefits the most from space technology”

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে প্রায় ১,৮০০ কোটি টাকার তিনটি গুরুত্বপূর্ণ মহাকাশ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে - শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে এসএলভি ইন্টিগ্রেশন ফেসিলিটি, মহেন্দ্রগিরির ইসরো প্রপালশন কমপ্লেক্সের সেমি-ক্রায়োজেনিক্স ইন্টিগ্রেটেড ইঞ্জিন অ্যান্ড স্টেজ টেস্ট ফেসিলিটি এবং ভিএসএসসি-তে ট্রিসোনিক উইন্ড টানেল। প্রধানমন্ত্রী ‘গগনযান মিশন’-এর কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং চার হবু মহাকাশচারীকে অ্যাস্ট্রোনট উইংস প্রদান করেন। এঁরা হলেন – গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কম্যান্ডার শুভাংশু শুক্লা। 

 

প্রধানমন্ত্রী হবু মহাকাশচারীদের সম্মানে সবাইকে উঠে দাঁড়াতে বলেন। গোটা প্রেক্ষাগৃহ ‘ভারতমাতা কি জয়’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে। প্রধানমন্ত্রী বলেন, আজ এমন এক দিন যেদিনের জন্য বর্তমান প্রজন্ম গর্ববোধ করবে। অযোধ্যায় নতুন কালচক্র শুরু হয়েছে বলে যে মন্তব্য প্রধানমন্ত্রী করেছিলেন, সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত আজ বিশ্বের মহাকাশ ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। 

 

প্রধানমন্ত্রী বলেন, চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে চন্দ্রযানের সফল অবতরণ ভারতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সারা বিশ্ব আজ ভারতের শক্তি সম্পর্কে অবহিত হয়েছে। হবু মহাকাশচারীদের সম্পর্কে তিনি বলেন, এঁরা কেবল কোন ব্যক্তি নন, এঁরা চারজন শক্তি যাঁরা ১৪০ কোটি ভারতীয়ের আশা-আকাঙ্ক্ষাকে মহাকাশে নিয়ে যাবেন। ৪০ বছর পর আবার কোনো ভারতীয় মহাকাশে যেতে চলেছেন। 

 

প্রধানমন্ত্রী বলেন, এই হবু মহাকাশচারীদের নাম ভারতের সাফল্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকবে। তাঁদের নিষ্ঠা ও ইচ্ছাশক্তির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অমৃতকালে ভারতের এই প্রজন্ম কখনই হাল ছেড় দেয় না। যেকোনো ধরনের প্রতিকূলতার মোকাবিলা তাঁরা করেন। সারা দেশের আশীর্বাদ ও শুভকামনা তাঁদের সঙ্গে রয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। 

 

প্রধানমন্ত্রীকে গগনযান মিশনের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। গগনযানের বেশিরভাগ সরঞ্জাম ভারতে তৈরি হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত যখন বিশ্বের প্রথম তিনটি অর্থনীতির মধ্যে জায়গা করে নিতে চলেছে, তখন গগনযানের এই প্রস্তুতি এক চমৎকার পরিবেশের সূচনা করেছে। 

 

ভারতের মহাকাশ কর্মসূচিতে নারীশক্তির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চন্দ্রযান হোক বা গগনযান, মহিলা বিজ্ঞানীদের অবদান ছাড়া কোনো প্রকল্পই কল্পনা করা যায় না। ইসরো-তে ৫০০-রও বেশি মহিলা নেতৃত্ব দিচ্ছেন বলে তিনি জানান। 

 

প্রধানমন্ত্রী বলেন, ইসরোর সাফল্য আজকের একটি শিশুকেও বিজ্ঞানী হতে উৎসাহিত করছে। রকেটের কাউন্টডাউন ভারতের লক্ষ লক্ষ শিশুকে উদ্বুদ্ধ করছে। যারা আজ কাগজের বিমান তৈরি করে ওড়াচ্ছে, তারাই আগামীদিনে মহাকাশ বিজ্ঞানী হয়ে উঠবে। চন্দ্রযান যেদিন চাঁদের মাটিতে অবতরণ করেছিল, সেই ৩ আগস্ট দিনটি ‘মহাকাশ দিবস’ হিসেবে উদযাপন করা হবে বলে তিনি জানান। 

 

ইসরো-র প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা সমগ্র জাতিকে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দিগন্ত দেখাচ্ছেন। ভারতের মহাকাশ অর্থনীতি আগামী ১০ বছরের মধ্যে পাঁচগুণ বেড়ে ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে তিনি জানান। মহাকাশ ক্ষেত্রে ভারত আগামীদিনে বিশ্বজনীন বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেন শ্রী মোদী।

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates hockey team for winning Women's Asian Champions Trophy
November 21, 2024

The Prime Minister Shri Narendra Modi today congratulated the Indian Hockey team on winning the Women's Asian Champions Trophy.

Shri Modi said that their win will motivate upcoming athletes.

The Prime Minister posted on X:

"A phenomenal accomplishment!

Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes."