প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং যৌথভাবে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভুটানে দ্বিতীয় পর্যায়ের রুপে কার্ডের সূচনা করলেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, আজকের পর ভুটান ন্যাশনাল ব্যাঙ্ক দ্বারা জারি করা রুপে কার্ডধারকরা ভারতে ১ লক্ষেরও বেশি এটিএম এবং ২০ লক্ষেরও বেশি 'পয়েন্টস অফ সেল' (পিওসি) টার্মিনালের পরিষেবা ব্যবহার করতে পারবেন।