প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যুব সম্প্রদায়কে ঐতিহাসিক বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উন্নত ভারত গড়ার যে লক্ষ্য আমরা ধার্য করেছি, তা অর্জনে তাঁদের এই অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“আমার প্রিয় যুব বন্ধুরা,
একটি আকর্ষণীয় প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এর মাধ্যমে ২০২৫-এর ১২ জানুয়ারি, ঐতিহাসিক বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে আপনার অংশগ্রহণ নিশ্চিত হবে।
mybharat.gov.in
আপনাদের উদ্ভাবনী বিভিন্ন চিন্তাভাবনা সরকারের সর্বোচ্চ পদের আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার এটি এক বিশেষ সুযোগ।
উন্নত ভারত গড়ার যে লক্ষ্য আমরা ধার্য করেছি, তা অর্জনে আপনাদের এই অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।”
My young friends,
— Narendra Modi (@narendramodi) November 27, 2024
There is an interesting Quiz, which will ensure you can be a part of the historic Viksit Bharat Young Leaders Dialogue on 12th Jan, 2025.https://t.co/xQN6K6vcM0
This is a very special opportunity for letting your innovative ideas be heard by the topmost…