প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত মিঃ ফরিদ মামুন্দজায়-এর একটি ট্যুইট বার্তার ওপর মন্তব্য করেছেন। আফগান রাষ্ট্রদূত ওই ট্যুইটে জানিয়েছেন একজন ভারতীয় চিকিৎসক যখন তাঁর চিকিৎসার সময় জেনেছেন তিনি আফগানিস্তানের রাষ্ট্রদূত, তখন সেই চিকিৎসক তাঁর থেকে কোনো ফিজ নেননি। তিনি বলেছেন ভাইয়ের থেকে তিনি পয়সা নিতে পারবেন না। হিন্দিতে করা ওই ট্যুইট বার্তার বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন এটি ভারত-আফগানিস্তানের উষ্ণ সম্পর্কের প্রতিফলন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে রাজস্থানের হরিপুরা সফর করতে বলেছেন, যেখানে রাষ্ট্রদূতকে একটি আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি একইসঙ্গে ইতিহাস খ্যাত গুজরাটের হরিপুরাতেও যাওয়ার পরামর্শ দিয়েছেন।
আজ জাতীয় চিকিৎসক দিবস।
आप @BalkaurDhillon के हरिपुरा भी जाइए और गुजरात के हरिपुरा भी जाइए, वो भी अपने आप में इतिहास समेटे हुए है। मेरे भारत के एक डॉक्टर के साथ का अपना अनुभव आपने जो शेयर किया है, वो भारत-अफगानिस्तान के रिश्तों की खुशबू की एक महक है। https://t.co/gnoWKI5iOh
— Narendra Modi (@narendramodi) July 1, 2021