আগামী ১৬ জুলাই উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐদিন বেলা ১১-৩০ মিনিট নাগাদ জালাউন জেলার কৈথেরি গ্রামে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন তিনি। এই এক্সপ্রেসওয়ের শিলান্যাসও করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং ২০২০-র ২৯ ফেব্রুয়ারি তারিখে। মাত্র ২৮ মাসের মধ্যেই এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। চারলেনের ২৯৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১৪,৮৫০ কোটি টাকা। দেশের সড়ক পরিকাঠামোর প্রসার ও উন্নয়নে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার ও পদক্ষেপের একটি অঙ্গ হিসেবেই উত্তরপ্রদেশে এই সড়কপথ নির্মাণের কাজে হাত দেওয়া হয়। চারলেনের এই সড়কটিকে পরে ছয় লেনে রূপান্তরের একটি প্রস্তাবও রয়েছে। এই সড়কপথটি চিত্রকূট, বাঁদা, মাহোবা, হামিরপুর, জালাউন, আউরাইয়া এবং এটোয়া – এই সাতটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করবে।
বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়েটি সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।