QuotePM to attend Kisan Samman Sammelan in Uttar Pradesh
QuotePM to release 17th instalment of PM KISAN amounting to more than Rs 20,000 crores
QuotePM to grant Certificates to more than 30,000 women from Self Help Groups as Krishi Sakhis
QuotePM to inaugurate Nalanda University Campus in Bihar

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ এবং ১৯ জুন, ২০২৪-এ উত্তরপ্রদেশ এবং বিহার সফরে যাবেন।

১৮ জুন বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসীতে পিএম কিষাণ সম্মান সম্মেলনে অংশ নেবেন। সন্ধ্যা ৭টা নাগাদ প্রধানমন্ত্রী দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতি দেখবেন। রাত ৮টা নাগাদ কাশী বিশ্বনাথ মন্দিরে তিনি পূজা ও দর্শন করবেন।

১৯ জুন সকাল ৯-৪৫ নাগাদ প্রধানমন্ত্রী নালন্দার ধ্বংসাবশেষ পরিদর্শন করবেন। ১০-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সমাবেশে ভাষণও দেবেন।

উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষককল্যাণে সরকারের দায়বদ্ধতার প্রতিফলনে পিএম কিষাণ নিধি-র সপ্তদশ কিস্তির টাকা ছাড়ার ফাইলে সই করেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম কিষাণ)-এর অধীনে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের ১৭তম কিস্তিটি দেবেন প্রায় ৯.২৬ কোটি সুবিধাপ্রাপককে। এ পর্যন্ত ১১ কোটির বেশি যোগ্য কৃষক পরিবার পিএম কিষাণ-এর অধীনে ৩.০৪ লক্ষ কোটি টাকা বেশি সুবিধা পেয়েছেন। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘কৃষি সখী’ হিসেবে স্বনির্ভর গোষ্ঠীর ৩০ হাজারেরও বেশি মহিলাকে শংসাপত্রও দেবেন। ‘কৃষি সখী কনভারজেন্স প্রোগ্রাম’ (কেএসসিপি)-এর লক্ষ্য গ্রামীণ ভারতের রূপান্তর করা ‘কৃষি সখী’ হিসেবে গ্রামীণ মহিলাদের সশক্তিকরণের মাধ্যমে। তাঁদের দেওয়া হবে প্রশিক্ষণ এবং সহায়ক কর্মী হিসেবে ‘কৃষি সখী’র শংসাপত্র। এই পাঠ্যক্রম ‘লাখপতি দিদি’ কর্মসূচির উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত। 

বিহারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বিহারের রাজগিরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন। 

এই বিশ্ববিদ্যালয় ভারত এবং ইস্ট এশিয়া সামিট (ইএএস) দেশগুলির যৌথ উদ্যোগ। এই উদ্বোধনী অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন যার মধ্যে ১৭টি দেশের নেতারাও থাকবেন। 

এই ক্যাম্পাসে দুটি অ্যাকাডেমিক ব্লক থাকবে। প্রতিটিতে ৪০টি করে শ্রেণীকক্ষ থাকবে। প্রায় ১,৯০০ জনের বসার ব্যবস্থা থাকবে। প্রতিটি ৩০০ আসনের দুটি প্রেক্ষাগৃহ থাকবে। ৫৫০ ছাত্রের বাসোপযোগী ছাত্রাবাস থাকবে। এছাড়া বিভিন্ন সুবিধা থাকবে যেমন ইন্টারন্যাশনাল সেন্টার, ২ হাজার মানুষ বসতে পারে এমন অ্যাম্ফিথিয়েটার, ফ্যাকাল্টি ক্লাব এবং স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি।

এই ক্যাম্পাস হবে ‘নেট জিরো গ্রিন ক্যাম্পাস’। এর নিজস্ব সৌরবিদ্যুৎ কেন্দ্র থাকবে। থাকবে পানীয় জল পরিশোধনের কেন্দ্রও। বর্জ্য জল পুনর্ব্যবহার করার উপযোগী কেন্দ্র থাকবে, ১০০ একরের জলাভূমি থাকবে। এছাড়া থাকবে আরও অনেক পরিবেশ-বান্ধব সুবিধা। 

এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাসের এক গভীর সম্পর্ক আছে। মূল নালন্দা বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছিল ১৬০০ বছর আগে। মনে করা হয়, এটিই ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। ২০১৬-য় নালন্দার ধ্বংসাবশেষকে ইউএন হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Artificial intelligence & India: The Modi model of technology diffusion

Media Coverage

Artificial intelligence & India: The Modi model of technology diffusion
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 মার্চ 2025
March 22, 2025

Citizens Appreciate PM Modi’s Progressive Reforms Forging the Path Towards Viksit Bharat