প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ মে রাজস্থান সফর করবেন। বেলা ১১টায় তিনি নাথদ্বারায় শ্রীনাথজির মন্দির দর্শন করবেন। এরপর ১১-৪৫ মিনিটে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিকেল ৩-১৫ মিনিটে প্রধানমন্ত্রী আবু রোডে ব্রহ্মকুমারীদের শান্তিবন কমপ্লেক্স ঘুরে দেখবেন।
নাথদ্বারায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ৫,৫০০ কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট অঞ্চলের পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটাবে। সংশ্লিষ্ট অঞ্চলের সড়ক ও রেল প্রকল্পের বাস্তবায়নের ফলে পণ্য পরিবহণে গতি আসবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। ফলস্বরূপ, এই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
প্রধানমন্ত্রী রাজসামুন্দ ও উদয়পুরের মধ্যে দুই লেনের সড়ক প্রকল্প, উদয়পুর রেল স্টেশনের পুনরুন্নয়ন প্রকল্প এবং রাজসামুন্দের নাথদ্বারা থেকে নাথদ্বারা টাউন পর্যন্ত রেল লাইনের গেজ পরিবর্তন ও নতুন লাইন বসানোর প্রকল্পটির শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যে তিনটি জাতীয় সড়ক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন সেগুলি হল – ৪৮ নম্বর জাতীয় সড়কের উদয়পুর থেকে সামলাজি-র মধ্যে ছয় লেনের ১১৪ কিলোমিটার দীর্ঘ সড়কপথ, ২৫ নম্বর জাতীয় সড়কের বার-বিলারা-যোধপুর শাখার ১১০ কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়কপথ এবং ৫৮-ই জাতীয় সড়কের ৪৭ কিলোমিটার দীর্ঘ পথে দুই লেনের অন্তর্ভুক্তি।
ব্রহ্মকুমারীদের শান্তিবন কমপ্লেক্সে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী দেশজুড়ে আধ্যাত্মিকতার প্রসার ঘটানোর উদ্যোগে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। এরই অঙ্গ হিসেবে তিনি ব্রহ্মকুমারীদের শান্তিবন সফর করবেন। সফরকালে শ্রী মোদী একটি বিশ্বমানের সুপার স্পেশালিটি দাতব্য হাসপাতাল, শিবমনি বৃদ্ধাশ্রমের দ্বিতীয় পর্যায় এবং নার্সিং কলেজের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন। আবু রোডে ৫০ একর জমির ওপর এই হাসপাতালটি গড়ে উঠবে। সংশ্লিষ্ট অঞ্চলের দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখান থেকে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পাবেন।