প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ অগাস্ট মহারাষ্ট্রের জলগাঁও এবং রাজস্থানের যোধপুর সফর করবেন। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী লাখপতি দিদি সম্মেলনে যোগ দেবেন। বিকেল ৪টে ৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী যোধপুরে রাজস্থান হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন।
মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জলগাঁও-এ লাখপতি দিদি সম্মেলনে অংশ নেবেন। তৃতীয় এনডিএ সরকারের আমলে যাঁরা সম্প্রতি লাখপতি হয়েছেন, সেই ১১ লক্ষ নতুন লাখপতি দিদিকে তিনি সম্বর্ধনা জানাবেন এবং তাঁদের হাতে শংসাপত্র তুলে দেবেন। প্রধানমন্ত্রী দেশজুড়ে ছড়িয়ে থাকা লাখপতি দিদিদের সঙ্গেও কথা বলবেন।
প্রধানমন্ত্রী ২৫০০ কোটি টাকার ঘূর্ণায়মান তহবিলেরও ছাড়পত্র দেবেন। এই তহবিলের মাধ্যমে ৪.৩ লক্ষ স্বনির্ভরগোষ্ঠীর প্রায় ৪৮ লক্ষ সদস্য উপকৃত হবেন। তিনি ৫০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণও বিলি করবেন, যার মাধ্যমে ২.৩৫ লক্ষ স্বনির্ভরগোষ্ঠীর ২৫.৮ লক্ষ সদস্য উপকৃত হবেন।
লাখপতি দিদি প্রকল্প চালু হওয়ার পর ইতিমধ্যেই এক কোটি মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন। সরকার তিন কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্যমাত্রা স্থির করেছে।
রাজস্থানে প্রধানমন্ত্রী
যোধপুরে রাজস্থান হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। রাজস্থান হাইকোর্টের সংগ্রহালয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।