প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ জুন মধ্যপ্রদেশ সফরে যাবেন।
সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী রানী কমলাপতি রেল স্টেশন থেকে ৫টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। এগুলি হল : ভূপাল (রানী কমলাপতি)-ইন্দৌর বন্দে ভারত এক্সপ্রেস; ভূপাল (রানী কমলাপতি)-জব্বলপুর বন্দে ভারত এক্সপ্রেস; রাঁচি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস; ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস এবং গোয়া (মাদগাঁও)-মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস।
ভূপাল (রানী কমলাপতি)-ইন্দৌর বন্দে ভারত এক্সপ্রেস মধ্যপ্রদেশের দুটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে সহজ ও দ্রুত ভ্রমণের সুবিধা দেবে। এর মাধ্যমে ওই অঞ্চলের সাংস্কৃতিক ধর্মীয় ও পর্যটন স্থানগুলির যোগাযোগের উন্নতি হবে।
ভূপাল (রানী কমলাপতি)-জব্বলপুর বন্দে ভারত এক্সপ্রেস মধ্যপ্রদেশের মহাকৌশল এলাকাকে (জব্বলপুর) মধ্যাঞ্চলের সঙ্গে (ভূপাল) সংযুক্ত করবে। এই অঞ্চলের পর্যটন স্থলগুলি উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করবে।
রাঁচি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস হল ঝাড়খন্ড ও বিহারে প্রথম বন্দে ভারত ট্রেন। এর মাধ্যমে পাটনা ও রাঁচির মধ্যে যোগাযোগের উন্নতি হবে। উপকৃত হবেন পর্যটক, ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা।
ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস কর্ণাটকের ধারওয়াড়, হুব্বলি ও দাবাংগেরে-র মতো গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে রাজ্যের রাজধানী বেঙ্গালুরুকে সংযুক্ত করবে। এর ফলে ওই অঞ্চলের পর্যটক, ছাত্রছাত্রী, শিল্পপতিরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
গোয়া (মাদগাঁও)-মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস হল গোয়ার প্রথম বন্দে ভারত ট্রেন। এটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস ও গোয়ার মাদগাঁও স্টেশনের মধ্যে যাতায়াত করবে। এর ফলে গোয়া এবং মধ্যপ্রদেশ দু-রাজ্যেরই পর্যটনের উন্নতি হবে।