প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৮শে ডিসেম্বর কানপুর সফর করবেন । দুপুর দেড়টা নাগাদ তিনি কানপুর মেট্রোরেল প্রকল্পের সম্পূর্ণ অংশের উদ্বোধন করবেন । অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিনা-পাঙ্কি মাল্টি প্রোডাক্ট পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করবেন । এর আগে সকাল ১১-টায় তিনি আইআইটি কানপুরের ৫৪-তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন ।
শহরের যাতায়াত ব্যবস্থার উন্নতি সাধনে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী । কানপুর মেট্রোরেল প্রকল্পের সম্পূর্ণ অংশের উদ্বোধন এরই একটি পদক্ষেপ । আইআইটি কানপুর থেকে মোতি ঝিল পর্যন্ত ৯ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল প্রকল্প । প্রধানমন্ত্রী এদিন কানপুর মেট্রোরেল প্রকল্প পরিদর্শন করবেন এবং আইআইটি মেট্রো স্টেশন থেকে গীতানগর পর্যন্ত মেট্রো সফর করবেন । কানপুর মেট্রোরেল প্রকল্পে যাত্রাপথের দৈর্ঘ্য মোট ৩২ কিলোমিটার। ১১ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয়ে এই প্রকল্প নির্মিত হয়েছে ।
প্রধানমন্ত্রী এদিন বিনা-পাঙ্কি মাল্টি প্রোডাক্ট পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করবেন । ৩৫৬ কিমি দীর্ঘ এই প্রকল্পের বার্ষিক তেল ধারন ক্ষমতা ৩.৪৫ মিলিয়ন মেট্রিক টন । মধ্যপ্রদেশের বিনা শোধনাগার থেকে কানপুরের পাঙ্কি পর্যন্ত এই পাইপলাইনটি প্রসারিত । ১,৫০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয়ে এটি নির্মিত হয়েছে । এই প্রকল্প গড়ে ওঠার ফলে বিনা শোধনাগার থেকে খুব সহজেই পেট্রোলিয়ামজাত পণ্য পাওয়া সম্ভবপর হবে ।
আইআইটি কানপুরের ৫৪-তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । সমাবর্তনের সময় জাতীয় ব্লকচেন প্রকল্পের আওতায় এই প্রতিষ্ঠানের তৈরি ব্লকচেন চালিত প্রযুক্তির মাধ্যমে সমস্ত শিক্ষার্থীকে ডিজিটাল ডিগ্রি প্রদান করা হবে । প্রধানমন্ত্রী এদিন ব্লকচেন ভিত্তিক ডিজিটাল ডিগ্রি প্রদান ব্যবস্থাপনার সূচনা করবেন । এই ডিজিটাল ডিগ্রি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এবং এক অবিস্মরণীয় পদক্ষেপ ।