PM to launch Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan with a total outlay of over Rs 79,150 crore
PM to inaugurate 40 Eklavya Schools and also lay foundation stone for 25 Eklavya Schools
PM to inaugurate and lay the foundation stone for multiple projects under PM-JANMAN

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২রা অক্টোবর ২০২৪-এ ঝাড়খণ্ড সফরে যাবেন। দুপুর ২টো নাগাদ তিনি ঝাড়খণ্ডের হাজারিবাগে ৮৩,৩০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, সূচনা এবং উদ্বোধন করবেন।

সারা দেশের জনজাতিদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাঁর দায়বদ্ধতার সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী ৭৯,১৫০ কোটি টাকার বেশি মূল্যের ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে ৬৩০০০ গ্রামে। ৩০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৯টি জেলা এবং ২,৭৪০টি ব্লকের ৫ কোটির বেশি জনজাতির মানুষ এতে উপকৃত হবেন। এর লক্ষ্য, সামাজিক পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকা ক্ষেত্রে বৈষম্যদূরীকরণ। ভারত সরকারের ১৭টি মন্ত্রক এবং দপ্তর ২৫টি কর্মসূচি নিয়েছে এইজন্য। 

জনজাতি সমাজের জন্য শিক্ষার পরিকাঠামো বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী ৪০টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস)-এর উদ্বোধন করবেন এবং ২,৮০০ কোটি টাকার বেশি মূল্যের ২৫টি ইএমআরএস-এর শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রী ১,৩৬০ কোটি টাকার বেশি মূল্যের প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান (পিএম-জনমন)-এর অধীনে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে আছে ১,৩৮০ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের রাস্তা, ১২০টি অঙ্গনওয়াড়ি, ২৫০টি বহুমুখী কেন্দ্র এবং ১০টি বিদ্যালয়ের ছাত্রাবাস। এছাড়াও তিনি পিএম জনমন-এর অধীনে একাধিক ঐতিহাসিক সাফল্যের উন্মোচন করবেন যার মধ্যে আছে প্রায় ৩০০০টি গ্রামে ৭৫,৮০০-র বেশি পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস (পিবিটিজি), ২৭৫টি ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের সূচনা, ৫০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সূচনা, ২৫০টি বন ধন বিকাশ কেন্দ্র স্থাপন এবং ৫,৫৫০টির বেশি পিবিটিজি গ্রামের ‘নল সে জল’ প্রকল্পের পূর্ণ রূপায়ণ। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India’s Space Sector: A Transformational Year Ahead in 2025

Media Coverage

India’s Space Sector: A Transformational Year Ahead in 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 24 ডিসেম্বর 2024
December 24, 2024

Citizens appreciate PM Modi’s Vision of Transforming India