প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ অক্টোবর গুজরাত সফরে যাচ্ছেন। সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী শ্রী পেড্রো সাঞ্চেজের সঙ্গে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল)-এর ক্যাম্পাসে সি-২৯৫ এয়ারক্র্যাফ্ট তৈরির জন্য টাটা এয়ারক্র্যাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এরপর সকাল ১১টা নাগাদ তিনি ভদোদরায় লক্ষ্মী বিলাস প্যালেস পরিদর্শন করবেন। ভদোদরা থেকে প্রধানমন্ত্রী আমরেলির দুধালায় যাবেন। সেখানে ২.৪৫ মিনিট নাগাদ তিনি ভারত মাতা সরোবরের উদ্বোধন করবেন। আমরেলির লাঠী এলাকায় তিনি ৪,৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ভদোদরায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ভদোদরায় লক্ষ্মী বিলাস প্যালেস পরিদর্শন করবেন। ভদোদরা থেকে প্রধানমন্ত্রী আমরেলি দুধালায় যাবেন এবং ২.৪৫ মিনিট নাগাদ সেখানে তিনি ভারত মাতা সরোবরের উদ্বোধন করবেন। সি-২৯৫ প্রকল্পের আওতায় মোট ৫৬টি এয়ারক্র্যাফ্ট তৈরি করা হবে। এর মধ্যে ১৬টি স্পেন থেকে সরাসরি সরবরাহ করবে এয়ারবাস এবং বাকি ৪০টি তৈরি হবে ভারতে।
ভারতে এই ৪০টি এয়ারক্র্যাফ্ট তৈরি করবে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। এই প্রথম ভারতে সামরিক বিমান তৈরির দায়িত্ব পেল একটি বেসরকারি সংস্থা। টাটা ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক লিমিটেডের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে বেসরকারি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসংস্থাগুলি। ২০২২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী ভদোদরায় ফাইনাল অ্যাসেম্বলি লাইন (এফএএল)-এর শিলান্যাস করেছিলেন।
আমরেলিতে প্রধানমন্ত্রী
আমরেলি দুধালায় প্রধানমন্ত্রী ভারত মাতা সরোবরের উদ্বোধন করবেন। বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পটি রূপায়িত করেছে গুজরাট সরকার। এই বাঁধটির জলধারণ ক্ষমতা ছিল ৪.৫ কোটি লিটার। এটির গভীরতা এবং বিস্তৃতি বাড়ানোর ফলে জলধারণ ক্ষমতা বেড়ে হয়েছে ২৪.৫ কোটি লিটার। এর ফলে আশেপাশের গ্রামগুলির কৃষকরা সেচের জন্য প্রয়োজনীয় জল পাবেন।
গুজরাতের আমরেলিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪,৯০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী ২,৮০০ কোটি টাকার বেশি বিভিন্ন সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে, এনএইচ ১৫১, এনএইচ ১৫১এ, এনএইচ ৫১ এবং জুনাগড় বাইপাস।
প্রধানমন্ত্রী ১১০০ কোটি টাকার ভুজ-নালিয়া রেল গজ কনভার্সন প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই প্রকল্পের মধ্যে রয়েছে ২৪টি বড় সেতু, ২৫৪টি ছোট সেতু, ৩টি সড়ক ওভারব্রিজ এবং ৩০টি সড়ক আন্ডারব্রিজ। এই প্রকল্পে কচ্ছ জেলায় আত্মসামাজিক বিকাশ ত্বরান্বিত হবে।
প্রধানমন্ত্রী আমরেলি জেলার ৭০০ কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।