PM to inaugurate dedicate to nation and lay the foundation stone of multiple development projects worth more than Rs. 52,250 crore
Projects encompasses important sectors like health, road, rail, energy, petroleum & natural gas, tourism among others
PM to dedicate Sudarshan Setu connecting Okha mainland and Beyt Dwarka
It is India’s longest cable stayed bridge
PM to dedicate five AIIMS at Rajkot, Bathinda, Raebareli, Kalyani and Mangalagiri
PM to lay the foundation stone and dedicate to the nation more than 200 Health Care Infrastructure Projects
PM to inaugurate and dedicate to the nation 21 projects of ESIC
PM to lay foundation stone of the New Mundra-Panipat pipeline project

আজ এবং আগামীকাল অর্থাৎ ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি গুজরাট সফর করবেন প্রধানমন্ত্রী। ২৫ তারিখ সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ তিনি পূজা ও দর্শনের জন্য উপস্থিত থাকবেন বেট দ্বারকা মন্দিরে। এরপর, সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ সুদর্শন সেতু পরিদর্শন করবেন তিনি। আবার সকাল সাড়ে ৯টায় তিনি উপস্থিত থাকবেন দ্বারকাধীশ মন্দিরে। 

দ্বারকায় ৪,১৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। কয়েকটি প্রকল্প তিনি উৎসর্গ করবেন জাতির উদ্দেশেও। এই অনুষ্ঠানের জন্য সময় নির্দিষ্ট হয়েছে দুপুর ১টা। 

একটু পরে বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ রাজকোটের এইমস পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। পরে, রাজকোটের রেস কোর্স গ্রাউন্ড থেকে তিনি ৪৮,১০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়েকটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করার কথাও রয়েছে তাঁর এদিনের কর্মসূচিতে। 

দ্বারকায় প্রধানমন্ত্রী 

দ্বারকায় আয়োজিত এক অনুষ্ঠানে সুদর্শন সেতুটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। প্রায় ৯০০ কোটি টাকায় নির্মিত এই সেতুটি ওখা মূল ভূখন্ডের সঙ্গে সংযোগ রক্ষা করবে ভেদ - দ্বারকা দ্বীপটির। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ২.৩২ কিলোমিটার। এটিই হল দেশের বৃহত্তম কেবল সেতু। 

সুদর্শন সেতুটি নির্মিত হয়েছে এক অভিনব নকশার ভিত্তিতে। সেতুটির ওপর পায়ে চলার রাস্তাটি শ্রীমদ্ভাগবত গীতার কথা এবং ভগবান শ্রীকৃষ্ণের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পায়ে চলার রাস্তার ঠিক ওপরের দিকে রয়েছে সৌরপ্যানেল, যা থেকে এক মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই সেতুটি ব্যবহার করে দ্বারকা এবং বেট দ্বারকার পুণ্যার্থীরা খুব অল্প সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। এতদিন পর্যন্ত নৌকায় সফর করে বেট দ্বারকায় পৌঁছানো যেত। দ্বারকা দেবভূমির এক বিশেষ পর্যটন আকর্ষণ হয়ে উঠবে সুদর্শন সেতুটি। 

৯২৭ডি জাতীয় মহাসড়কের ধোরাজি - জামকান্ডোরনা - কালাভাড় সেকশনটিকে আরও চওড়া করার জন্য এক বিশেষ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পটির আজ আনুষ্ঠানিক শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও জামনগরের সিক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 

রাজকোটে প্রধানমন্ত্রী

রাজকোটে আয়োজিত এক অনুষ্ঠানে ৪৮,১০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি কয়েকটিকে জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি রেল, সড়ক, স্বাস্থ্য, জ্বালানি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। 

দেশের স্বাস্থ্য পরিষেবাকে বিভিন্ন অঞ্চলে সুষম ভাবে ছড়িয়ে দিতে আজ জাতির উদ্দেশে ৫টি এইমস উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। রাজকোটে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি পাঞ্জাবের ভাতিন্ডা, উত্তরপ্রদেশের রায়বেরেলি, পশ্চিমবঙ্গের কল্যাণী এবং অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরিতে নির্মিত এইমসগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। 

দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য ২০০টিরও বেশি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পরিকাঠামো প্রকল্পের আজ শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। কয়েকটি প্রকল্প আবার তিনি উৎসর্গ করবেন জাতির উদ্দেশেও। এই প্রকল্পগুলির বাস্তবায়নে ব্যয়ের মাত্রা ধরা হয়েছে ১১,৫০০ কোটি টাকা। 

পুদুচেরির কড়াইকলে জেআইপিএমইআর-এর মেডিকেল কলেজটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও পাঞ্জাবের সাঙ্গুরে পিজিআইএমইআর-এর ৩০০ শয্যা বিশিষ্ট একটি স্যাটেলাইট সেন্টারেরও জাতির উদ্দেশে উৎসর্গ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচিগুলির মধ্যে রয়েছে পুদুচেরির ইয়ানামে জেআইপিএমইআর-এর ৯০টি শয্যা বিশিষ্ট একটি মাল্টিস্পেশালিটি কনসালটিং ইউনিটের উদ্বোধন, চেন্নাইয়ে ন্যাশনাল সেন্টার ফর এজিং-এর সূচনা, বিহারের পূর্ণিয়ায় একটি সরকারি মেডিকেল কলেজের উদ্বোধন, কেরলের আলাপুঝায় আইসিএমআর-এর দুটি ফিল্ড ইউনিটের উদ্বোধন, তামিলনাড়ুর তিরুভাল্লুরে একটি নতুন যক্ষ্মা গবেষণা কেন্দ্রের সূচনা ইত্যাদি। এছাড়াও পাঞ্জাবের ফিরোজপুরে পিজিআইএমইআর-এর ১০০ শয্যা বিশিষ্ট একটি স্যাটেলাইট কেন্দ্রের শিলান্যাস, দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের একটি নতুন মেডিকেল কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ইম্ফলের আরআইএমএস-এর একটি ক্লিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস এবং ঝাড়খন্ডের কোডারমা ও দুমকায় দুটি নার্সিং কলেজের শিলান্যাস। 

প্রধানমন্ত্রীর এদিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামোর আওতায় ১১৫টি প্রকল্পের শিলান্যাস। 

মহারাষ্ট্রের পুণেতে 'নিসর্গ গ্রাম' নামে একটি ন্যাশনাল ইন্সটিটিউট অফ ন্যাচারোপ্যাথির উদ্বোধনেরও কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও হরিয়ানায় সেন্টাল রিসার্চ ইন্সটিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। 

বিহার, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খন্ড, তামিলনাড়ু এবং রায়গড়ের কর্মচারী রাজ্য বিমা নিগমের (ইএসআইসি) ২১টি প্রকল্পও আজ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন শ্রী নরেন্দ্র মোদী। কেরল ও উত্তরপ্রদেশের কয়েকটি প্রকল্পের সূচনাও করবেন তিনি। 

পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদন প্রচেষ্টাকে উৎসাহিত করতে কয়েকটি পুনর্নবীকরণয়োগ্য জ্বালানি প্রকল্পের আজ শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৯,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে নিউ মুন্দ্রা - পানিপথ পাইপলাইনটির এদিন শিলান্যাসও করবেন তিনি। 

সুরেন্দ্রনগর - রাজকোট রেললাইনটিকে ডাবল লাইনে রূপান্তর সম্পর্কিত প্রকল্পটিও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও কয়েকটি জাতীয় সড়ককে সুপ্রশস্ত করে তোলার কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন তিনি। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi