ভদোদরায় গুজরাট গৌরব অভিযানে অংশগ্রহণ করতে এ মাসের ১৭ ও ১৮ তারিখে গুজরাট সফর করবেন প্রধানমন্ত্রী। ১৮ জুন সকালে পাওগড় হিল-এ শ্রী কালিকা মাতা মন্দিরের শিলান্যাসও করবেন তিনি। পরে, গুজরাট গৌরব অভিযানে অংশগ্রহণের মাধ্যমে ২১ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। গুজরাট গৌরব অভিযানে উপস্থিত থাকবেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল গ্রহীতারা। ১৬ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ের বিভিন্ন রেল প্রকল্পের শিলান্যাস করবেন শ্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলি রূপায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলের কৃষি ও শিল্পক্ষেত্রের উন্নয়নের সঙ্গে সঙ্গে রাজ্যের সার্বিক বিকাশ ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। রেল সংযোগ এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের প্রসার এই প্রকল্প রূপায়ণের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় মোট ১ লক্ষ ৩৮ হাজার বাসস্থান প্রধানমন্ত্রীর নামে উৎসর্গ করা হবে। গুজরাটের দাভৈ-এর কুন্ডেলায় গুজরাট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়টির অবস্থান ভদোদরার মাত্র ২০ কিলোমিটার দূরত্বে। এটি গড়ে তুলতে ব্যয় হবে আনুমানিক ৪২৫ কোটি টাকা।
পাওগড় হিল-এ পুনর্নির্মিত শ্রী কালিকা মাতা মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী। এটি হল এই অঞ্চলের প্রাচীনতম একটি মন্দির যা দর্শন করতে দূরদুরান্ত থেকে পূণ্যার্থীরা সমবেত হন। মন্দিরটির সংস্কার প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে দুটি পর্যায়ে।