প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭ই ফেব্রুয়ারি আসাম ও পশ্চিমবঙ্গ সফর করবেন। শ্রী মোদী বেলা ১১টা ৪৫ মিনিটে আসামের শোনিতপুর জেলার ঢেকিয়াজুলিতে ২টি হাসপাতালের শিলান্যাস ও ‘অসম মালা’ কর্মসূচির সূচনা করবেন। এরপর তিনি পশ্চিমবঙ্গের হলদিয়ায় বিকেল ৪.৫০ মিনিটে গুরুত্বপূর্ণ কয়েকটি পরিকাঠামোগত প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ ও শিলান্যাস করবেন। 

 

পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তৈরি এলপিজি ইমপোর্ট টার্মিনালটি জাতির উদ্দেশ উৎসর্গ করবেন। ১১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালের বছরে ১০ লক্ষ মেট্রিক টন রান্নার গ্যাস সরবরাহের ক্ষমতা আছে। পশ্চিমবঙ্গ এবং পূর্ব ও উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ক্রমবর্ধমান এলপিজি-র চাহিদা এটি পূরণ করবে এবং প্রত্যেক বাড়িতে স্বচ্ছ রান্নার গ্যাস সরবরাহের যে স্বপ্ন প্রধানমন্ত্রীর রয়েছে সেটি এর সাহায্যে বাস্তবায়িত হবে।

শ্রী মোদী দোভি-দূর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপ লাইন সেকশন জাতির উদ্দেশে উৎর্সগ করবেন। ৩৪৮ কিলোমিটার দীর্ঘ এই পাইপ লাইন প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত। এক দেশ এক গ্যাস গ্রীড প্রকল্পের বাস্তবায়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাইপ লাইন দিয়ে দূর্গাপুরের ম্যাটিক্স সার কারখানায় গ্যাস সরবরাহ করা ছাড়াও ঝাড়খন্ডের সিন্ধ্রিতে এইচইউআরএল সার কারখানার পুনরুজ্জীবন এই প্রকল্পের মাধ্যমে ঘটানো হবে। এছাড়াও শিল্পসংস্থা, বাণিজ্যিক সংস্থা ও অটোমোবাইল ক্ষেত্রের গ্যাসের চাহিদা মেটানো ছাড়াও রাজ্যের বড় বড় শহরগুলিতে এই প্রকল্পের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে।

প্রধানমন্ত্রী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করবেন। এই ইউনিটের উৎপাদন ক্ষমতা প্রতি বছর ২৭০ হাজার মেট্রিক টন। একবার এই ইউনিট কাজ শুরু করলে ১৮ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলারের সমতুল বিদেশী মুদ্রা সাশ্রয় করা যাবে। 

প্রধানমন্ত্রী ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯০ কোটি টাকা। এই উড়ালপুল নির্মিত হওয়ায় কোলাঘাট থেকে হলদিয়া ডক কমপ্লেক্স সহ আশেপাশের এলাকায় নিরবচ্ছিন্ন যান চলাচল সম্ভব হবে। ৪১ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়া-আসার সময় বাঁচবে। বন্দরে যে সমস্ত ভারি যান চলাচল করে তাদের যাতায়াতের খরচ কম হবে।

এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রীর পূর্বভারতের উন্নয়নে ‘পূর্বোদয়’ পরিকল্পনার অন্তর্গত। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

 

আসামে প্রধানমন্ত্রী

রাজ্যে মহাসড়ক এবং প্রধান প্রধান জেলা সড়কগুলির উন্নতির জন্য শ্রী মোদী ‘অসম মালা’ প্রকল্পের সূচনা করবেন। এই প্রকল্পে রক্ষণাবেক্ষণের জন্য তৃণমূল স্তরে তথ্য সংগ্রহ করা হবে এবং সড়ক সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে এটি যুক্ত থাকবে। জাতীয় সড়কের সঙ্গে গ্রামের সড়কের মধ্যে উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা ‘অসম মালা’র মাধ্যমে তৈরি করা হবে। বহুস্তরীয় পরিবহণ ব্যবস্থাপনা এর মাধ্যমে গড়ে উঠবে। আর্থিক উন্নয়ন কেন্দ্রগুলির সঙ্গে উন্নত পরিবহণ ব্যবস্থা গড়ে উঠবে এবং রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রসারিত হবে। অসমের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

প্রধানমন্ত্রী বিশ্বনাথ ও চড়াইদেও-তে ২টি মেডিক্যাল কলেজের শিলান্যাস করবেন। এই প্রকল্পের জন্য ব্যয় হবে ১১০০ কোটি টাকা। প্রতিটি হাসপাতালে ৫০০টি শয্যা ও ১০০ এমবিবিএস আসনের ব্যবস্থা করা হয়েছে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সংখ্যা বৃদ্ধির ফলে রাজ্যে চিকিৎসকের ঘাটতি মিটবে এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চলের জন্য আসাম চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা শিক্ষার কেন্দ্র হয়ে উঠবে। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Over 100K internships on offer in phase two of PM Internship Scheme

Media Coverage

Over 100K internships on offer in phase two of PM Internship Scheme
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 20 ফেব্রুয়ারি 2025
February 20, 2025

Citizens Appreciate PM Modi's Effort to Foster Innovation and Economic Opportunity Nationwide