প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ ও কেরালা সফর করবেন।
১৬ জানুয়ারি দুপুর ১-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে পূজার্চনায় অংশ নেবেন। বিকেল ৩-৩০ মিনিট নাগাদ শ্রী সত্য সাই জেলার পালসমুদ্রমে পৌঁছবেন প্রধানমন্ত্রী এবং পরোক্ষ কর ও নারকোটিক্স (এনএসিআইএন)-এর অধীন ন্যাশনাল অ্যাকাডেমি অফ কাস্টমস-এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস (কাস্টমস অ্যান্ড ইন্ডাইরেক্ট ট্যাক্সেস)-এর ৭৪ ও ৭৫তম ব্যাচের ট্রেনি অফিসার এবং ভুটানের রয়্যাল সিভিল সার্ভিসের ট্রেনি অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
১৭ জানুয়ারি সকাল ৭-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী কেরালার গুরুবায়ুর মন্দিরে পুজোয় অংশ নেবেন। ১০-৩০ মিনিট নাগাদ থ্রিপ্রায়র শ্রী রামস্বামী মন্দিরেও পূজার্চনায় যোগ দেবেন তিনি। এরপর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী বন্দর, জাহাজ ও জলপথের পরিকাঠামো উন্নয়নের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন।
বন্দর, জাহাজ ও জলপথ ক্ষেত্রের উন্নতিসাধন
কোচি সফরকালে প্রধানমন্ত্রী ৪ হাজার কোটি টাকার বেশি তিনটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন। এগুলি হল – কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল)-এ নিউ ড্রাই ডক (এনডিডি); সিএসএল-এ আন্তর্জাতিক জাহাজ মেরামতির সুযোগ-সুবিধা (আইএসআরএফ) এবং কোচির পুথুভাইপিন-এ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের এলপিজি আমদানি টার্মিনাল।
সিএসএল চত্বরে প্রায় ১,৮০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে নিউ ড্রাই ডক, যা নতুন ভারতের কারিগরি সক্ষমতার বার্তাবাহক। ৩১০ মিটার দীর্ঘ এই শুষ্ক পোতাশ্রয়টি ৭৫/৬০ মিটার প্রশস্ত এবং এর গভীরতা ১৩ মিটার। এই অঞ্চলে এটি অন্যতম বৃহৎ সামুদ্রিক পরিকাঠামো। এই নতুন ড্রাই ডকটিতে পণ্য ওঠানো-নামানোর আধুনিক পরিকাঠামো রয়েছে। এর ফলে, বাণিজ্যিক পণ্য পরিবহণে বিদেশি নির্ভরতা কমবে।
ইন্টারন্যাশনাল শিপ রিপেয়ার ফেসিলিটি (আইএসআরএফ) তৈরিতে খরচ হয়েছে প্রায় ৯৭০ কোটি টাকা। এটির ৬,০০০ টন ওজনের জাহাজ উত্তোলনের ক্ষমতা রয়েছে। আইএসআরএফ তৈরির ফলে সিএসএল-এ জাহাজ মেরামতির ক্ষেত্রে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে উঠতে চলেছে। সেইসঙ্গে, কোচিকে আন্তর্জাতিক জাহাজ মেরামতির কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
কোচির পুথুভাইপিন-এ ১,২৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইন্ডিয়ান অয়েলের এলপিজি আমদানি টার্মিনালটিতে অত্যাধুনিক সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এটির ধারণ ক্ষমতা ১৫,৪০০ এমটি। এর ফলে, এই এলাকার লক্ষ লক্ষ বাড়িতে এলপিজি সরবরাহের কাজ আরও মসৃণ হবে।
এই তিনটি প্রকল্প চালু হলে, জাহাজ নির্মাণ ও মেরামতি এবং শক্তি পরিকাঠামোর ক্ষেত্রে বিশেষ গতি আসবে। সেইসঙ্গে, আমদানি-রপ্তানি বাণিজ্য চাঙ্গা হবে, পণ্য পরিবহণের খরচ কমবে, আর্থিক অগ্রগতি ত্বরান্বিত হবে, স্বনির্ভরতার ভিত্তি মজবুত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক ব্যবসায়িক সুযোগ-সুবিধার পথ প্রশস্ত হবে।
ন্যাশনাল অ্যাকাডেমি অফ কাস্টমস, ইন্ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নারকোটিক্স (এনএসিআইএন)
প্রশাসনিক কাজকর্মে উন্নতির লক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পালসমুদ্রমে এনএসিআইএন-এর অধীন ন্যাশনাল অ্যাকাডেমি অফ কাস্টমস-এর নতুন অত্যাধুনিক ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। ৫০০ একর এলাকা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে পরোক্ষ কর (কাস্টমস, সেন্ট্রাল এক্সাইজ এবং জিএসটি) এবং নারকোটিক্স কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন-এর ক্ষেত্রে এটি ভারত সরকারের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। জাতীয় স্তরে বিশ্বমানের এই প্রশিক্ষণ সংস্থায় ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস (কাস্টমস অ্যান্ড ইন্ডাইরেক্ট ট্যাক্সেস) এবং এর সহযোগী কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য সরকারগুলির আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
নতুন এই ক্যাম্পাসে এনএসিআইএল আধুনিক যুগের উপযোগী প্রযুক্তির ওপর নজর দেবে। এর মধ্যে রয়েছে ব্লক চেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অন্যান্য নতুন প্রযুক্তি।