আগামী ১১ আগস্ট নয়া দিল্লির ইন্ডিয়া এগ্রিক্যালচারাল রিসার্চ ইন্সটিটিউটে সকল রকম জল হাওয়ায় উচ্চফলনশীল ১০৯ প্রজাতির শস্য সকলের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে দেশের কৃষক এবং কৃষি বিজ্ঞানীদের সঙ্গেও আলোচনা ও মত বিনিময়ে মিলিত হবেন তিনি।
ঐ দিন প্রধানমন্ত্রী যে ১০৯ প্রজাতির শস্য সকলের সামনে মেলে ধরবেন তার মধ্যে থাকবে কৃষিক্ষেত্রজাত ৩৪টি এবং উদ্যানজাত ২৭টি ফল ও শস্য। মিলেট, তৈলবীজ, ডালশস্য, আখ, তুলা, ফাইবার সহ উৎপাদনের দিক থেকে সম্ভাবনাময় অন্যান্য শস্যগুলিও এদিন সেখানে দেখানো হবে। এছাড়াও ফল, শাকসবজি, ফুল, মশলা, ভেষজ শস্য সহ বিভিন্ন উদ্যানজাত ফসলের প্রদর্শনীও সেখানে পরিদর্শন করা যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, যেকোন ধরনের জলবায়ু সহনশীল কৃষি উৎপাদনকে বরাবরই উৎসাহ দিয়ে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। জৈব কৃষি পদ্ধতিতে উৎপাদিত ফল, শস্য ও শাকসবজির উৎপাদন বৃদ্ধির ওপরও তিনি গুরুত্ব দিয়ে আসছেন। এমনকি, মিড ডে মিল ও অঙ্গনওয়াড়ি সহ বিভিন্ন সরকারি প্রকল্প ও কর্মসূচিতে এই ধরনের শস্য ব্যবহারের বিষয়টিকে জনপ্রিয় করে তুলতেও তাঁর চেষ্টার অন্ত নেই। প্রধানমন্ত্রীর আগ্রহের মূল বিষয়টি হল ভারতকে অপুষ্টি থেকে মুক্ত একটি দেশ রূপে বিশ্বের সামনে চিহ্নিত করা।