প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩০শে জুন বেলা ১১টায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্ববিদ্যালয়ের স্পোর্ট কমপ্লেক্সে মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন।
অনুষ্ঠানে শ্রী মোদী বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি, কম্পিউটার কেন্দ্র ও প্রশাসনিক ভবনের শিলান্যাস করবেন, এগুলি নর্থ ব্লকে গড়ে উঠবে।
দিল্লি বিশ্ববিদ্যালয় ১৯২২ সালের ১লা মে স্থাপিত হয়। গত ১০০ বছরে বিশ্ববিদ্যালয়ের কলেবর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। দেশ গড়ার কাজে এই শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬টি বিভাগ এবং ৯০টি কলেজের ৬ লক্ষের বেশী ছাত্রছাত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।