প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৪ অক্টোবর নতুন দিল্লির তাজ প্যালেস হোটেলে কৌটিল্য ইকনোমিক কনক্লেভে যোগ দেবেন। সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে শুরু হতে চলা এই সমারোহে ভাষণও দেবেন তিনি। ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর তৃতীয় কৌটিল্য ইকনোমিক কনক্লেভে মূল আলোচ্য হ’ল – পরিবেশ-বান্ধব বিকাশের লক্ষ্যে অর্থায়ন, ভূ-অর্থনৈতিক বিচ্ছিন্নতা ও বিকাশের তাৎপর্য, ধারাবাহিকতার লক্ষ্যে নীতি প্রণয়ন।
ভারতীয় অর্থনীতি এবং দক্ষিণ বিশ্বের দেশগুলির ক্ষেত্রে অর্থনৈতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা। কৌটিল্য ইকনোমিক কনক্লেভের আয়োজক হ’ল – অর্থ মন্ত্রক এবং ইন্সটিটিউট অফ ইকনোমিক গ্রোথ।