দেশ ২৬শে নভেম্বর সংবিধান দিবস উদযাপন করবে। গণপরিষদ ১৯৪৯ সালের এই দিনে ভারতের সংবিধানকে গ্রহণ করেছিল। দিনটির ঐতিহাসিক গুরুত্বকে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০১৫ সাল থেকে সংবিধান দিবস উদযাপন শুরু হয়েছে। এর আগে ২০১০ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন শ্রী নরেন্দ্র মোদী ‘সংবিধান গৌরব যাত্রা’র আয়োজন করেন।
সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী ২৬শে নভেম্বর সংসদ ও বিজ্ঞান ভবনে দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সংসদের অনুষ্ঠানটি শুরু হবে সেন্ট্রাল হলে বেলা ১১টার সময়। রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি এবং লোকসভার অধ্যক্ষ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতির ভাষণের পরই জাতি সংবিধানের প্রস্তাবনা পাঠে তাঁর সঙ্গে যুক্ত হবে। রাষ্ট্রপতি গণপরিষদের বিতর্ক, ভারতের সংবিধানের ক্যালিগ্রাফ সংস্করণ এবং এ পর্যন্ত যত সংশোধনী আনা হয়েছে, সেগুলি সহ ভারতের সংবিধানের ডিজিটাল সংস্করণ প্রকাশ করবেন। তিনি সংসদীয় গণতন্ত্রের উপর আয়োজিত প্রশ্নোত্তর প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
সুপ্রিম কোর্ট নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৫টা ৩০ মিনিটে সংবিধান দিবস উপলক্ষে দু’দিনের যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, প্রধানমন্ত্রী তারও উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্টের সব বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতিরা, সলিসিটর জেনারেল এবং আইন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী এখানেও বক্তব্য রাখবেন।