প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ই আগস্ট বেলা ১২টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘আত্মনির্ভর নারীশক্তি সে সংবাদ’ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি দীনদয়াল অন্ত্যোদয় যোজনা- ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (ডিএওয়াই-এনআরএলএম)-এর আওতায় স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এই অনুষ্ঠানে মতবিনিময় করবেন। এছাড়াও শ্রী মোদী দেশের বিভিন্ন প্রান্তে স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সদস্যদের সাফল্যের ঘটনাবলী সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করবেন। এই পুস্তিকায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষের সঙ্গে যুক্ত মহিলাদের সাফল্যের কথা বিশেষ ভাবে উল্লেখ থাকবে।
প্রধানমন্ত্রী ৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য ১,৬২৫ কোটি টাকা অর্থ সাহায্য হিসেবে বিতরণ করবেন। এছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের প্রকল্পের আওতায় পিএমএফএমই (পিএম ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস) সঙ্গে যুক্ত ৭ হাজার ৫০০ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রকল্প শুরু করার জন্য ২৫ কোটি টাকা এবং ৭৫টি কৃষিপণ্য উৎপাদক সংগঠনকে ৪ কোটি ১৩ লক্ষ টাকা বন্টন করবেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতীরাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং, গ্রামোন্নয়ন দপ্তরের দুই প্রতিমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন জ্যোতি ও ফগ্গন সিং কুলস্তে, পঞ্চায়েতিরাজ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী কপিল মোরেশ্বর পাটিল, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী শ্রী পশুপতি কুমার পরশ, দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল উপস্থিত থাকবেন।
ডিএওয়াই-এনআরএলএম
গ্রামাঞ্চলে দরিদ্র পরিবারগুলির সদসদ্যদের পর্যায়ক্রমে স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত করে তাদের আয়বৃদ্ধি ও জীবনের মানোন্নয়ন এবং অন্য জীবিকার সংস্থান করার উদ্দেশে ডিএওয়াই-এনআরএলএম শুরু করা হয়েছে। এই যোজনার আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলারা নিজেরাই নিজেদের প্রশিক্ষিত করেন। একাজে কৃষি সখী, পশু সখী, ব্যাঙ্ক সখী, বীমা সখী, ব্যাঙ্কিং করেসপনডেন্ট সখী হিসেবে কমিউনিটি রিসোর্স পার্সনের ভূমিকায় তারা কাজ করেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষমতায়ণ নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। মূলত গার্হস্থ হিংসা প্রতিরোধ, নারীশিক্ষা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, পুষ্টি, স্বাস্থ্য ও শৌচালয়ের মতো বিষয় নিয়ে মহিলাদের এই প্রকল্পের মাধ্যমে সচেতন করা হয়।