প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩ ডিসেম্বর বিকেল ৫টায় ঋষি অরবিন্দের সার্ধ জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির সূচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করবেন। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে পুদুচেরীর কম্বান কালাই সঙ্গম – এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। ঋষি অরবিন্দকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করবেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তে থাকা ঋষি অরবিন্দের ভক্তদের উদ্দেশে ভাষণ দেবেন।
১৮৭২ সালে ১৫ অগাস্ট ঋষি অরবিন্দ জন্মগ্রহণ করেন। দূরদর্শী এই নেতা ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতের জনসাধারণ, সংস্কৃতি ও সাফল্যের গৌরবোজ্জ্বল অধ্যায় উদযাপনের জন্য আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে। এই উদ্যোগের অঙ্গ হিসাবে দেশ জুড়ে বর্ষব্যাপী ঋষি অরবিন্দের সার্ধ জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।