প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৯ অক্টোবর বেলা ১টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রে ৭৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী নাগপুরে ডঃ বাবাসাহেব আম্বেডকর বিমানবন্দরের ৭০০০ কোটি টাকার সংস্কার প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পে নাগপুর শহর ও বিদর্ভ এলাকার বিস্তীর্ণ অংশের উৎপাদন, অসামরিক উড়ান, পর্যটন এবং স্বাস্থ্য পরিচর্যার মতো বিভিন্ন ক্ষেত্র উপকৃত হবে।
প্রধানমন্ত্রী শিরডি বিমানবন্দরের ৬৪৫ কোটি টাকার নতুন সুসংহত টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পে শিরডিতে আসা পর্যটকদের জন্য বিশ্বমানের সুযোগ সুবিধা গড়ে তোলা হবে।
স্বাস্থ্য পরিষেবাকে সহজলভ্য করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের মুম্বই, নাসিক, জলনা, অমরাবতী, গড়চিরোলি, ভাণ্ডারা, ওয়াশিম, হিঙ্গোলি, বুল্ডানা এবং আম্বেরনাথে (থানে) নতুনভাবে ঢেলে সাজানো ১০টি মেডিক্যাল কলেজের সূচনা করবেন। এই মেডিক্যাল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানুষের জন্য বিশেষ চিকিৎসার সুযোগসুবিধাও গড়ে তোলা হয়েছে।
ভারতকে “বিশ্বের দক্ষতার রাজধানী” হিসেবে গড়ে তোলার ভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মুম্বইয়ে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ স্কিলস (আইআইএস)-এর উদ্বোধন করবেন। এখানে শিল্পের জন্য কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, রোবোটিক্স সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণেরও ব্যবস্থা রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের বিদ্যা সমীক্ষা কেন্দ্রেরও উদ্বোধন করবেন। পড়ুয়াদের স্মার্ট ক্লাস সহ উচ্চমানের শিক্ষাপ্রদানের ব্যবস্থা রাখা হয়েছে এই কেন্দ্রে।