প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দোসরা জানুয়ারী বেলা ১১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইআইএম সম্বলপুরের স্থায়ী ক্যাম্পাসের শিলান্যাস করবেন।
এই অনুষ্ঠানে ওডিশার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ , শ্রী ধর্মেন্দ্র প্রধান, শ্রী প্রতাপ চন্দ্র সারেঙ্গী উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে আধিকারিক, শিল্প জগতের কর্ণধার, শিক্ষাবিদ এবং আইআইএম সম্বলপুরের ছাত্র-ছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা এবং প্রাক্তনীরা ভার্চুয়ালী উপস্থিত থাকবেন।
আইআইএম সম্বলপুর সম্পর্কে –
আইআইএম সম্বলপুর হল দেশের প্রথম আইআইএম, যেখানে শ্রেণীকক্ষের ধারণাটি একবারেই ভিন্ন। এখানে ডিজিটাল পদ্ধতিতে পড়াশুনা হয়। এছাড়াও শিল্প জগতের থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হাতেকলমে পাঠদান চলে। এই প্রতিষ্ঠান অন্যান্য আইআইএম-এর থেকে লিঙ্গ বৈচিত্রের দিক থেকে আলাদা। এখানে ২০১৯ – ২১ এমবিএ ব্যাচে ৪৯ শতাংশ এবং ২০২০ – ২২ ব্যাচে ৪৩ শতাংশ ছাত্রী রয়েছে – যা দেশের অন্যান্য আইআইএম –এর তুলনায় সর্বোচ্চ।