প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৮ জুন ভিডিও কনফারেন্সের ‘কোভিড-১৯ প্রথম সারির কর্মীদের জন্য কাস্টমাইজড ক্র্যাশ কোর্স কর্মসূচি’র সূচনা করবেন। ২৬টি রাজ্যে ছড়িয়ে থাকা ১১১টি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচি চালু করা হবে। এই সূচনা পর্বের পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রী উপস্থিত থাকবেন।
এই কর্মসূচির মূল লক্ষ্য হল সারা দেশে ১ লক্ষেরও বেশি কোভিড যোদ্ধাদের দক্ষ করে তোলা। কোভিড যোদ্ধাদের বাড়িতে চিকিৎসা সহায়তা, প্রাথমিক চিকিৎসা সহায়তা, অত্যাধুনিক চিকিৎসা সহায়তা, জরুরি চিকিৎসা সহায়তা, নমুনা সংগ্রহে সহায়তা এবং চিকিৎসা সরঞ্জাম সহায়তা- এই ৬টি ক্ষেত্রে কাজের বিষয়ে প্রশিক্ষিত করে তোলা হবে।
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০-এর আওতায় এই কর্মসূচি বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। এরজন্য বছরে খরচ ধরা হয়েছে ২৭৬ কোটি টাকা। এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যতের লোকবলে প্রয়োজন মেটাতে দক্ষ 'নন- মেডিকেল' কর্মীদের স্বাস্থ্য সেবা কর্মী হিসেবে তৈরি করা হবে।