প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৪১ হাজার কোটি টাকার প্রায় ২ হাজার রেল পরিকাঠামো প্রকল্প ২৬ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ১২-৩০ মিনিটে ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।
প্রধানমন্ত্রী বিশ্বমানের রেল স্টেশনের সুযোগ পৌঁছে দেওয়ার গুরুত্বের কথা প্রায়ই বলে থাকেন। সেই লক্ষ্যেই অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ৫৫৩টি রেল স্টেশনের পুনরুন্নয়ন করা হবে। ২৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই সমস্ত রেল স্টেশনগুলি ছড়িয়ে রয়েছে। পুনরুন্নয়ন খাতে খরচ ধরা হয়েছে ১৯ হাজার কোটি টাকা। এই সমস্ত রেল স্টেশনগুলি সিটি সেন্টার হিসেবে কাজ করবে এবং যাত্রীরা এখানে নানাবিধ সুযোগ-সুবিধা পাবেন। উন্নতমানের এই রেল স্টেশনে ফুড কোর্ট, দোকান, শিশুদের খেলার জায়গা, উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা থাকবে। এছাড়াও, স্টেশনগুলিকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হবে। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য এবং স্থাপত্যকে এই স্টেশনগুলিতে প্রতীয়মান হবে।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের গোমতী নগর স্টেশনটির উদ্বোধন করবেন। ৩৮৫ কোটি টাকা ব্যয়ে এটির পুনরুজ্জীবন ঘটানো হয়েছে। যাত্রীদের ঢোকা এবং বেরোনোর পথ এখানে আলাদা। কেন্দ্রীয়ভাবে বাতানুকুল এই রেল স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যের নানাবিধ ব্যবস্থা রয়েছে।
প্রধানমন্ত্রী ১,৫০০টি উড়ালপুল এবং আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এগুলি ছড়িয়ে রয়েছে। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২১,৫২০ কোটি টাকা। এর ফলে একদিকে যেমন যানজট হ্রাস পাবে, অন্যদিকে তেমনই ট্রেন চলাচলেও কোনরকম বিঘ্ন ঘটবে না।