প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯ অক্টোবর নতুন দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে বেলা ১০.৩০ নাগাদ ‘কর্মযোগী সপ্তাহ’- জাতীয় শিক্ষণ সপ্তাহের সূচনা করবেন।
২০২০-র সেপ্টেম্বরে কর্মযোগী অভিযানের সূচনা হয়। এর লক্ষ্য, ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী সম্পন্ন এবং ভারতীয়ত্বে জারিত নাগরিক পরিষেবা কৃত্যক গড়ে তোলা।
জাতীয় শিক্ষণ সপ্তাহ সরকারি আধিকারিকদের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানগত দক্ষতা বাড়ানোর এক অনন্য উদ্যোগ। এর মাধ্যমে দেশের উন্নয়নের প্রশ্নে মূল লক্ষ্যগুলি সম্পর্কে কর্মীদের আরও সচেতন করে তোলা হবে। এই উদ্যোগে সামিল হবে বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং সংগঠন। আইগট পোর্টালে নির্দেশিত পন্থার কথা মাথায় রেখে ওয়েবিনার, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন হবে। প্রধান্য পাবে নাগরিক-কেন্দ্রিক প্রশাসনের বিষয়টি।