Quoteপরিবেশ সচেতন জীবনধারা গ্রহণের জন্য আহ্বান জানিয়ে ‘লাইফ গ্লোবাল কল ফর পেপারস’-এর সূচনা করা হবে
Quoteগ্লাসগোতে কপ২৬ চলাকালীন প্রধানমন্ত্রী লাইফ-এর ধারণাটি উপস্থাপন করেছিলেন
Quoteএটি ‘অমনোযোগী ও সর্বনাশা ব্যবহার’-এর পরিবর্তে ‘মননশীল ও ইচ্ছাকৃত ব্যবহার’-এর উপর গুরুত্ব দিয়েছে
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৫ই জুন সন্ধ্যে ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘পরিবেশের জন্য জীবনধারা (লাইফ) আন্দোলন’-এর বিশ্বব্যাপী উদ্যোগের সূচনা করবেন। এই অনুষ্ঠানে ‘লাইফ গ্লোবাল কল ফর পেপারস’-এর সূচনা করা হবে। কিভাবে বিশ্বজুড়ে নানান ব্যক্তি, সম্প্রদায় এবং সংস্থাগুলির মাধ্যমে পরিবেশগত জীবনধারা কার্যকরীভাবে গ্রহণ করা যায়, তার জন্য শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে উদ্ভাবনী মতামত ও পরামর্শ চাওয়া হবে। এই অনুষ্ঠানে বক্তৃতাও দেবেন প্রধানমন্ত্রী। 
 
এই অনুষ্ঠানে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মিঃ বিল গেটস, জলবায়ু সংক্রান্ত অর্থনীতিবিদ লর্ড নিকোলাস স্টার্ন, নাজ থিওরির লেখক অধ্যাপক ক্যাস সানস্টেইন, ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট-এর সিইও তথা সভাপতি শ্রী অনিরুদ্ধ দাশগুপ্ত, ইউএনইপি-র গ্লোবাল হেড ইনকার অ্যান্ডারসেন, ইউএনডিপি-র গ্লোবাল হেড আচিম স্টেইনার এবং বিশ্বব্যাঙ্কের সভাপতি ডেভিড ম্যালপাস সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
 
গত বছরের গ্লাসগোতে ২৬ তম রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৬)-এর সময় প্রধানমন্ত্রী লাইফের ধারণাটি উপস্থাপন করেছিলেন। পরিবেশ সচেতন জীবনধারার বিষয়ে প্রচার চালিয়ে ‘অমনোযোগী ও সর্বনাশা ব্যবহার’-এর পরিবর্তে ‘মননশীল ও ইচ্ছাকৃত ব্যবহার’-এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে এখানে।

 

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
How NEP facilitated a UK-India partnership

Media Coverage

How NEP facilitated a UK-India partnership
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 জুলাই 2025
July 29, 2025

Aatmanirbhar Bharat Transforming India Under Modi’s Vision