শিক্ষক দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২২-এর ৫ সেপ্টেম্বর বিকেল ৪.৩০ টায় ৭ লোক কল্যাণ মার্গে ২০২২-এর জাতীয় পুরস্কার বিজয়ী শিক্ষকদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হবেন।
শিক্ষকদের জাতীয় পুরস্কারের উদ্দেশ্য হল দেশের সেরা শিক্ষকদের বিশেষ অবদানকে সম্মান করা যারা তাদের প্রতিশ্রুতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শুধুমাত্র স্কুল শিক্ষার মান উন্নত করেনি বরং শিক্ষার্থীদের জীবনকেও সমৃদ্ধ করেছেন।
জাতীয় শিক্ষক পুরস্কার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত মেধাবী শিক্ষকদের সর্বজনীন স্বীকৃতি প্রদান করে। এ বছর পুরস্কারের জন্য সারাদেশ থেকে ৪৫ জন শিক্ষককে কঠোর ও স্বচ্ছ অনলাইন থ্রি স্টেজ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।