কোভিড-১৯এর মোকাবিলায় ব্যবস্হা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৫ মার্চ) বিকেল ৫টায় সার্ক নেতৃবৃন্দের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলে কোভিড-১৯এর মোকাবিলায় এক অভিন্ন ও কার্যকর কৌশল গ্রহণ করতে সার্কভুক্ত সব দেশের এই বৈঠকে শ্রী মোদী ভারতের প্রতিনিধিত্ব করবেন।