প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৮ সেপ্টেম্বর) বেলা ১০টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়ায় কোভিড টিকাকরণ কর্মসূচিতে যুক্ত স্বাস্থ্য কর্মী ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। উল্লেখ করা যেতে পারে, এই রাজ্যটিতে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।
রাজ্য সরকারের প্রয়াসের ফলে সাফল্যের সঙ্গে টিকাকরণ হয়েছে। একইভাবে, সাধারণ মানুষকে উৎসাহিত করতে এবং তৃণমূলস্তরে টিকাকরণ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে টিকা উৎসব আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মক্ষেত্রে বৃদ্ধাবাসে টিকাকরণ হয়েছে এবং দিব্যাঙ্গজনদের টিকা দেওয়া হয়েছে। টিকা সম্পর্কে বিভ্রান্তি দূর করতে রাজ্য সরকার সামুদায়িক প্রয়াস চালিয়েছে। এই রাজ্যটি ঘূর্ণিঝড় তাউতের চ্যালেঞ্জ সত্ত্বেও দ্রুত টিকাকরণের লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে গোয়ার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।