প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২শে জানুয়ারি সকাল ১১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট জেলাগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়নের বিষয়ে জেলাশাসকদের কাছ থেকে সরাসরি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানবেন। মতবিনিময়ের সময় এইসব প্রকল্পগুলির কতটা সুফল পাওয়া যাচ্ছে এবং এগুলি বাস্তবায়নে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে – তা নিয়েও তিনি আলোচনা করবেন।
অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন দপ্তরের নানা প্রকল্পের সুবিধা যাতে সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দেশ জুড়ে উন্নয়নের বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। দেশের সকল নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সর্বাঙ্গীণ উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে মতবিনিময় কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে।