প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের অগ্রণী তেল ও গ্যাস সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন। তেল ও গ্যাস ক্ষেত্রের অগ্রণী আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে এটি এ ধরনের ষষ্ঠ মতবিনিময় কর্মসূচি হতে চলেছে। ২০১৬-তে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ধরনের মতবিনিময় প্রথম শুরু হয়। অগ্রণী সংস্থাগুলির প্রতিনিধিরা তেল ও গ্যাস ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহ ভারতের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খুঁজে বের করা ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকাল হতে চলা এই মতবিনিময় কর্মসূচিতে দীর্ঘস্থায়ীভাবে দূষণমুক্ত শক্তির উৎপাদন ও সদ্ব্যবহার নিয়ে আলোচনা হবে। এছাড়াও, ভারতে হাইড্রোকার্বন অনুসন্ধান ও উৎপাদনে উৎসাহ, শক্তিক্ষেত্রে স্বনির্ভরতা, গ্যাস-ভিত্তিক অর্থনীতি, দূষণমুক্ত শক্তির সদ্ব্যবহারের মাধ্যমে ক্ষতিকারক উপাদানের প্রভাব হ্রাস, পারদর্শীতার সঙ্গে শক্তি সাশ্রয়, গ্রিন হাইড্রোজেন-ভিত্তিক অর্থনীতি, জৈব জ্বালানির উৎপাদন বৃদ্ধি তথা বর্জ্য থেকে সম্পদ সৃষ্টির মতো বিষয়গুলি নিয়েও কথা হবে। এই মতবিনিময় কর্মসূচিতে বিশ্বের অগ্রণী বহুজাতিক সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং বিশেষজ্ঞরা নিজেদের মত প্রকাশ করবেন।
এই মতবিনিময় কর্মসূচিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী যোগ দেবেন।