প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ জানুয়ারি বেলা ১২.৩০ মিনিটে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাপ্রাপকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মতবিনিময় করবেন। এই অনুষ্ঠানে তিনি উপস্থিত সকলের উদ্দেশে ভাষণ দেবেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার হাজার হাজার সুবিধাপ্রাপক যোগ দেবেন। এঁরা ছাড়াও কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় প্রশাসনের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
২০২৩-এর ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী এই কর্মসূচির সূচনা করেন। এরপর তিনি নিয়মিতভাবে দেশের বিভিন্ন প্রান্তের বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করছেন। ৩০ নভেম্বর, ৯ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর-এই চারদিন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রী সুবিধাপ্রাপকদের সঙ্গে কথা বলেন। এছাড়াও গতমাসে ১৭ এবং ১৮ ডিসেম্বর বারাণসী সফরকালে তিনি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন সুবিধাপ্রাপকের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন।
সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের সুবিধা যাতে সংশ্লিষ্ট প্রত্যেকের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে দেশজুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।
এই কর্মসূচিতে ৫ জানুয়ারি পর্যন্ত মোট ১০ কোটি সুবিধাপ্রাপক যোগ দেন, যা এক গুরুত্বপূর্ণ মাইলফলক। যাত্রা সূচনার ৫০ দিনের মধ্যে এতো মানুষ যুক্ত হওয়ায় মাধ্যমে এর সাফল্য নিশ্চিত হয়েছে।