প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (৬ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধ্যপ্রদেশে স্বামিত্ব কর্মসূচির সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। এই উপলক্ষে তিনি কর্মসূচির আওতায় ১ লক্ষ ৭১ হাজার সুফলভোগীকে ই-সম্পত্তি কার্ড বন্টন করবেন।
অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।
স্বামিত্ব কর্মসূচি সম্পর্কে : পঞ্চায়েতি রাজ মন্ত্রকের জাতীয় স্তরের কর্মসূচি হ’ল স্বামিত্ব। এই কর্মসূচির উদ্দেশ্য – গ্রামাঞ্চলের বাসিন্দাদের সম্পত্তির অধিকার দেওয়া। সম্পত্তির মালিকানা নিশ্চিত হলে গ্রামবাসীরা তাকে আর্থিক সম্পদ হিসাবে কাজে লাগিয়ে ঋণ ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। সেই সঙ্গে, সর্বাধুনিক দ্রোণ প্রযুক্তির মাধ্যমে সমীক্ষা চালিয়ে গ্রামাঞ্চলে বসবাসযোগ্য ভূমির সীমানা নির্ধারণ করা। দেশে দ্রোণ উৎপাদনের প্রসারে এই কর্মসূচি সাহায্য করবে।
मध्य प्रदेश के ग्रामीण क्षेत्रों के हजारों लोग कल ई-प्रॉपर्टी कार्ड के साथ अपनी संपत्ति का मालिकाना हक प्राप्त करेंगे। दोपहर 12.30 बजे वीडियो कॉन्फ्रेंसिंग के जरिए ऐसे कई लाभार्थियों से संवाद का सुअवसर भी मिलेगा। https://t.co/YhjIzBhaWb
— Narendra Modi (@narendramodi) October 5, 2021