প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পয়লা জুলাই বেলা ১১ টার সময় ‘ডিজিটাল ইন্ডিয়া’র সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী ৬ বছর আগে ২০১৫র পয়লা জুলাই ‘ডিজিটাল ইন্ডিয়া’র সূচনা করেছিলেন। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই উদ্যোগের ষষ্ঠ বর্ষ পূর্তিতে অনুষ্ঠানটির আয়োজন করেছে। নতুন ভারতের অন্য়তম সফল উদ্যোগ ‘ডিজিটাল ইন্ডিয়া’ বিভিন্ন সরকারী পরিষেবাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে, বিভিন্ন উদ্যোগে নাগরিকদের যুক্ত করেছে এবং জনসাধারণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী উপস্থিত থাকবেন।