প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ মে ২০২৩ তারিখে জাতীয় প্রযুক্তি দিবস ২০২৩ উপলক্ষে নতুন দিল্লির প্রগতি ময়দানে সকাল ১০টা ৩০ মিনিটে এক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটি জাতীয় প্রযুক্তি দিবসের ২৫তম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে। চলবে ১১ থেকে ১৪ মে পর্যন্ত।
প্রধান প্রধান বৈজ্ঞানিক প্রকল্পগুলি হ’ল:
প্রধানমন্ত্রী এই উপলক্ষে দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নতির লক্ষ্যে ৫ হাজার ৮০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। দেশে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে তোলার মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলার প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যে প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, তার মধ্যে রয়েছে – লেজার, ইন্টারফেরোমিটার, গ্র্যাভিয়েশনাল ওয়েভ অবজার্ভেটরি – (এলআইজিও) ইন্ডিয়া। হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ব্লক প্রমুখ।
মহারাষ্ট্রের হিঙ্গোলিতে এলআইজিও ইন্ডিয়া গড়ে তোলা হবে। এটি আমেরিকার দুটি অবজার্ভেটরির সঙ্গে একযোগে কাজ করবে।
জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে ফিশন মলিবডেনাম ৯৯ উৎপাদন সুবিধা, রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট প্ল্যান্ট, জাতীয় হ্যাড্রন বিম চিকিৎসার সুবিধাটি, হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র এবং নভি মুম্বাইয়ের মহিলা ও শিশু ক্যান্সার হাসপাতাল ভবন।
জাতীয় হ্যাড্রন বিম চিকিৎসার সুবিধাটি নভি মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার টিউমারে রেডিয়েশন দেওয়ার ক্ষেত্রে প্রয়োগ করবে। ফিশন মলিডেনাম উৎপাদন সুবিধা ভাবা আণবিক গবেষণা কেন্দ্রে ট্রম্বে চত্বরে গড়ে তোলা হবে।
বিভিন্ন ক্যান্সার হাসপাতালের উদ্বোধন ও শিলান্যাসের ফলে দেশের বিভিন্ন অংশে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অটল উদ্ভাবন মিশন এবং অন্যান্য বিষয়:
জাতীয় প্রযুক্তি দিবস ২০২৩ উৎসব উদযাপনে অটল উদ্ভাবন মিশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে আসা জনগণ সরাসরি বিভিন্ন পর্বের অনুষ্ঠান দেখতে পাবেন। প্রত্যক্ষ করবেন আধুনিক উদ্ভাবনমূলক ব্যবস্থার নানাদিক।
জাতীয় প্রযুক্তি দিবস ১৯৯৯ সালে ভারতের বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের সম্মান দেওয়ার জন্য চালু করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এরপর থেকেই প্রতি বছর ১১ মে দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালন করা হয়।