প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ জুন, ২০২৩-এ সকাল ১০:৩০ টায় নতুন দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বরাবরই সিভিল সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের শাসন প্রক্রিয়ার উন্নয়ন ও নীতি বাস্তবায়নের গতিবৃদ্ধির প্রবক্তা। এই দৃষ্টিভঙ্গি থেকেই সিভিল সার্ভিসে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল প্রোগ্রাম ফর সিভিল সার্ভিসেস ক্যাপাসিটি বিল্ডিং (এনপিসিএসসিবি)-এর আওতায় ‘মিশন কর্মযোগী’-র সূচনা করা হয়। এর লক্ষ্য হল সঠিক মনোভাব, দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধ, ভবিষ্যতের জন্য প্রস্তুত সিভিল সার্ভিস গড়ে তোলা। এই সম্মেলন সেই লক্ষ্যে আরও একটি পদক্ষেপ।
জাতীয় প্রশিক্ষণ সম্মেলনের আয়োজন করেছে ক্যাপাসিটি বিল্ডিং কমিশন। এর উদ্দেশ্য হল, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো এবং দেশজুড়ে সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ পরিকাঠামো আরও মজবুত করে তোলা।
কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান, রাজ্য প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আঞ্চলিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানগুলি সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দেড় হাজারেরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। আলোচনায় অংশগ্রহণ করবেন কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসনের সিভিল সার্ভেন্ট এবং বিশেষজ্ঞরা।
বৈচিত্র্যপূর্ণ এই সমাবেশে বিভিন্ন ভাবনার আদান-প্রদানের পাশাপাশি সামনে থাকা চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলিকে চিহ্নিত এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর সমাধান ও সার্বিক কৌশল প্রণয়ন করা হবে। সম্মেলনে বিশেষজ্ঞরা সিভিল সার্ভিসেস প্রশিক্ষণ প্রতিষ্ঠান সম্পর্কিত আটটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে শিক্ষকদের মানোন্নয়ন, প্রশিক্ষণের প্রভাব মূল্যায়ন, প্রশিক্ষণের বিষয়বস্তুর ডিজিটাইজেশন প্রভৃতি রয়েছে।