প্রধানমন্ত্রী একাধিক ডিজিটাল উদ্যোগেরও সূচনা করবেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুপ্রিমকোর্ট প্রেক্ষাগৃহে ২৮ জানুয়ারি দুপুর ১২টায় সুপ্রিমকোর্টের হীরক জয়ন্তী উদযাপনের উদ্বোধন করবেন। 

সুপ্রিমকোর্টের ৭৫ বছর উদযাপনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জনকেন্দ্রিক তথ্য প্রযুক্তিভিত্তিক নানা উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে সুপ্রিমকোর্টের রিপোর্টগুলির ডিজিটাল সংস্করণ, ডিজিটাল আদালতের দ্বিতীয় পর্ব এবং সুপ্রিমকোর্টের একটি নতুন ওয়েবসাইট। তিনি এই উপলক্ষে জনসমাবেশেও ভাষণ দেবেন। 

সুপ্রিমকোর্টের রিপোর্টগুলির ডিজিটাল সংস্করণের ফলে দেশের জনসাধারণ নিখরচায় বৈদ্যুতিন ফরম্যাটে এগুলি দেখার সুযোগ পাবেন। ডিজিটাল এসপিআর-এর মূল বৈশিষ্ট্যগুলি হল - ১৯৫০ সাল থেকে সুপ্রিমকোর্টের রিপোর্টগুলিকে নিয়ে ৫১৯টি খন্ড, যেখানে ৩৬,৮০৩টি মামলার উল্লেখ রয়েছে, বুকমার্ক সম্বলিত ডিজিটাল ফরম্যাটে এখন থেকে এগুলি সকলে ব্যবহারে সুযোগ পাবেন। ই-আদালতের সাম্প্রতিক উদ্যোগ হল ডিজিটাল আদালতের দ্বিতীয় পর্ব। এর মাধ্যমে আদালতের রেকর্ডগুলি বৈদ্যুতিন ফরম্যাটে জেলা আদালতের জাজের কাছেও পৌঁছে যাবে। এর সঙ্গে যুক্ত রয়েছে কৃত্রিম মেধা, যার মাধ্যমে একেবারে সময় ধরে ভাষণের প্রতিলিপিকরণ করা যাবে। 

প্রধানমন্ত্রী সুপ্রিমকোর্টের একটি নতুন ওয়েবসাইটেরও উদ্বোধন করবেন। এই নতুন ওয়েবসাইটটি ইংরেজি এবং হিন্দি দুটি ভাষাতে পাওয়া যাবে। নতুন নক্সার মাধ্যমে ইন্টারফেসে এটিকে ব্যবহার  বান্ধব করে তোলা হয়েছে। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Budget touches all four key engines of growth: India Inc

Media Coverage

Budget touches all four key engines of growth: India Inc
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 3 ফেব্রুয়ারি 2025
February 03, 2025

Citizens Appreciate PM Modi for Advancing Holistic and Inclusive Growth in all Sectors