প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ সেপ্টেম্বর বেলা ১১টার সময় কস্তুরবা গান্ধী মার্গ ও আফ্রিকা অ্যাভিনিউ-এ প্রতিরক্ষা বিভাগের অফিস কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি আফ্রিকা অ্যাভিনিউতে প্রতিরক্ষা বিভাগের অফিস কমপ্লেক্সটি এরপর ঘুরে দেখবেন এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও অসামরিক আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন। শ্রী মোদী অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন।
নতুন প্রতিরক্ষা বিভাগের অফিস কমপ্লেক্স
প্রতিরক্ষা মন্ত্রক এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মতো সশস্ত্র বাহিনীর ৭ হাজার আধিকারিক নতুন এই অফিস কমপ্লেক্সে কাজ করবেন। অত্যাধুনিক সুরক্ষিত এই ভবনগুলিতে প্রচুর জায়গা রয়েছে। প্রতিটি ভবনের কাজকর্ম পরিচালনার জন্য সুসংহত কম্যান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে বাড়িগুলির নিরাপত্তা এবং নজরদারির কাজ চালানো হবে।
প্রতিরক্ষা বিভাগের নতুন অফিস কমপ্লেক্সটি অত্যাধুনিক সুবিধাযুক্ত ও জ্বালানী সাশ্রয়ী। এখানে সুসংহত নিরাপত্তা ব্যবস্থাপনা রয়েছে। লাইট গেজ স্টিল ফ্রেম প্রযুক্তি ব্যবহার করে এই বাড়িগুলি তৈরি করা হয়েছে। নতুন ও স্থিতিশীল প্রযুক্তি ব্যবহারের ফলে ২৪-৩০ মাসের বদলে কম সময়ে ভবনগুলি নির্মাণ করা সম্ভব হয়েছে। নির্মাণ কাজে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও ব্যবস্থাপনা কাজে লাগানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী, এই দুই বিভাগের প্রতিমন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং স্বশস্ত্র বাহিনীর প্রধানরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।