প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১২ ই ডিসেম্বর নতুন দিল্লির ভারত মন্ডপমে বিকেল ৫ টা নাগাদ কৃত্রিম মেধা সংক্রান্ত বার্ষিক বৈশ্বিক সহযোগিতা শিখর সম্মেলন-(জিপিএআই)-এর উদ্বোধন করবেন।
জিপিএআই হল ২৯ সদস্য দেশের নানা অংশীদারদের একটি উদ্যোগ। কৃত্রিম মেধাকে ঘিরে তত্ত্ব ও বাস্তবের মধ্যে বৈষম্য দূর করতে, উন্নত গবেষণা এবং কৃত্রিম মেধা সংক্রান্ত অগ্রাধিকারের ফলিত উদ্যোগ যে কতখানি কার্যকরী রূপ নিচ্ছে তা তুলে ধরাই এর উদ্দেশ্য। ২০২৪-এ ভারত জিপিএআই-এর নেতৃত্বের আসনে রয়েছে। ২০২০ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এবং ২০২৪– এ জিপিআইএ-র নেতৃত্ব গ্রহণের পর ভারত এবার এই বার্ষিক শিখর সম্মেলনের আয়োজন করছে। ১২ থেকে ১৪ ডিসেম্বর ২০২৩ এই শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে।
কৃত্রিম মেধা সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশ্ব স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা, কৃত্রিম মেধা এবং ডেটা পরিচালন ছাড়াও এই শিখর সম্মেলনে কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই শিখর সম্মেলনের অন্য আকর্ষণীয় দিক হল গবেষণা সংক্রান্ত আলোচনাচক্র, কৃত্রিম মেধার ক্ষেত্রে যারা যুগান্তকারী দিক নির্ণয় করছে তাদের পুরস্কার প্রদান এবং ভারত এআই এক্সপো।
এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে ৫০ এরও বেশি জিপিএআই বিশেষজ্ঞ, ১৫০-রও বেশি বক্তা যোগ দেবেন। এছাড়াও কৃত্রিম মেধার ক্ষেত্রে প্রথম সারির সংস্থা ইন্টেল, রিলায়েন্স জিও, গুগল, মেটা, এডব্লুএস, ওয়াইওটা, নেটওয়েব, পেটিএম, মাইক্রোসফট, মাস্টার কার্ড, এআইসি, এসটিপিআই, ইমার্স, জিও হেপটিক, ভাসিনি প্রভৃতি এই সম্মেলনে অংশ নেবে। এছাড়াও যুব এআই উদ্যোগের আয়োজিত প্রতিযোগিতায় সফল ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন স্টার্ট আপ সংস্থা তাদের এআই মডেল এবং বিভিন্ন সমাধান সূত্র প্রদর্শনীতে তুলে ধরবেন।