প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চৌঠা জুলাই সকাল ১০-৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে সাই হিরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন । উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্তের বিশিষ্টজন এবং ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন ।
পুট্টাপার্থির প্রশান্তি নিলয়মে শ্রী সত্য সাই সেন্ট্রাল ট্রাস্ট নতুন সাই হিরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারটি গড়ে তুলেছে । শ্রী সত্য সাই বাবার প্রধান আশ্রম প্রশান্তি নিলয়মে । বিশিষ্ট চিন্তাবিদ শ্রী রিউকো হিরা এই কনভেনশন সেন্টার নির্মাণের জন্য আর্থিক সাহায্য করেন । সংস্কৃতিক আদান-প্রদান, অধ্যাত্মবাদ চর্চা এবং বিশ্বজুড়ে সম্প্রীতি গড়ে তোলার জন্য এই কেন্দ্র সহায়ক হবে । সমাজের বিভিন্ন অংশের মানুষ এক জায়গায় এসে শ্রী সত্য সাই বাবার শিক্ষাকে বাস্তবায়িত করার জন্য যাতে একটি অনুকুল পরিবেশ পান, তা নিশ্চিত করতে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে । এখানে সমাজের সকলস্তরের মানুষের মধ্যে আলাপ-আলোচনা ও বোঝাপড়াকে উৎসাহিত করতে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভার আয়োজনে এই কেন্দ্র বিশেষ সহায়ক হবে । এখানে আন্তর্জাতিকমানের বিভিন্ন সুযোগ সুবিধা ও পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে । বিশাল অঞ্চলে গড়ে ওঠা এই কেন্দ্রটিতে ধ্যানকক্ষ, সুন্দর উদ্যান সহ নির্মল এক পরিবেশ রয়েছে ।