প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ বিকেল ৫টায় দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ‘বরিসু কন্নড় দিম দিমাভা’ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন। এই উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’, চিন্তাভাবনার সঙ্গে সঙ্গতি রেখে ‘বরিসু কন্নড় দিম দিমাভা’ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। কর্ণাটকের সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস উদযাপন করা হবে এই উৎসবের মাধ্যমে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। নৃত্য, সঙ্গীত, কবিতা ও নাটকের মাধ্যমে কর্ণাটকের সাংস্কৃতিক ঐতিহ্যের নানান দিক তুলে ধরবেন শতাধিক শিল্পী।