প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ ফেব্রুয়ারি নতুন দিল্লির ভারত মণ্ডপম-এ সকাল ১০-৩০ মিনিটে সমবায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে উঠবে।
প্রধানমন্ত্রী সমবায় ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম শস্যভাণ্ডার ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পের অঙ্গ হিসেবে ১১টি রাজ্যে ১১টি প্রাথমিক কৃষি ঋণদান সমিতি (প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিজ – পিএসিএস)-এর উদ্বোধন করা হবে।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী দেশে আরও ৫০০টি পিএসিএস-এর শিলান্যাস করবেন। এর মাধ্যমে নতুন নতুন গুদামঘর সহ কৃষি পরিকাঠামোর অন্যান্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পিএসিএস পরিচালিত গুদামঘরগুলির মধ্যে সমন্বয় ঘটানো, যার ফলে খাদ্যশস্যের সরবরাহ শৃঙ্খল বজায় থাকবে, উন্নতমানের খাদ্যশস্য পাওয়ার সুরক্ষা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় সহায়তাদান নিশ্চিত হবে। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনসিডিসি)-এর এই প্রকল্পটি নাবার্ডের সহায়তায় বাস্তবায়িত হবে। এর ফলে কৃষি পরিকাঠামো তহবিল, কৃষি পণ্যের বাজারজাতকরণের পরিকাঠামো সহ বিভিন্ন সরকারি প্রকল্পকে এক জায়গায় কেন্দ্রীভূত করা সম্ভব হবে। ফলস্বরূপ, এই প্রকল্পের সঙ্গে যুক্ত পিএসিএস-গুলি সহজেই ভর্তুকি পাবে এবং তাদের পরিকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারবে।
শ্রী মোদী দেশজুড়ে ১৮ হাজার পিএসিএস-কে কম্পিউটার-চালিত সংস্থায় উন্নীত করার প্রকল্পটিরও উদ্বোধন করবেন। ‘সহকার সে সমৃদ্ধি’-র ধারণাকে বাস্তবায়িত করে তুলতে এই প্রকল্প সহায়ক হবে। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন।
বৃহৎ এই প্রকল্পের জন্য ২,৫০০ কোটি টাকারও বেশি আর্থিক সংস্থানেরও ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন পিএসিএস-এর সংস্কার ঘটানো সম্ভব হবে। এই সমিতিগুলি জাতীয় স্তরের সফটওয়্যার ব্যবহার করতে পারবে। ফলে, একটি অভিন্ন উদ্যোগ সংক্রান্ত সম্পদের পরিকল্পনা বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং-এ পিএসিএস-গুলি উন্নীত হবে। রাজ্য এবং জেলাস্তরের সমবায় ব্যাঙ্কগুলিকে নাবার্ডের মাধ্যমে পিএসিএস-এর সঙ্গে যুক্ত করা হবে। ফলে, পিএসিএস-গুলির পরিচালনগত ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। দেশের কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রয়াসে উপকৃত হবেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য নাবার্ড জাতীয় স্তরে একটি অভিন্ন সফটওয়্যার তৈ্রি করেছে। এই সফটওয়্যার দেশের বিভিন্ন পিএসিএস-এর নানান চাহিদা পূরণ করবে। ১৮ হাজার পিএসিএস-এ এই সফটওয়্যার ব্যবহার শুরু হলে সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়নে এক উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করা যাবে।