প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ জানুয়ারি বেলা ১০টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে সেকেন্দ্রাবাদ – বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন।
ভারতীয় রেলের এটি হবে অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন ৭০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। এটি হবে শুধু ২টি তেলেগুভাষী রাজ্য – তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে চলাচলকারী প্রথম ট্রেন। যাত্রাপথে ট্রেনটি অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি ও বিজয়ওয়াড়া এবং তেলেঙ্গানার খাম্মাম, ওয়ারাঙ্গাল স্টেশনে থামবে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য অত্যাধুনিক সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, দ্রুত ও আরামদায়ক সফরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।