গোয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সূচনা হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী স্বয়ং এই বিশেষ ট্রেনটির যাত্রা সঙ্কেত দেবেন সকাল ১০-৩০ মিনিট নাগাদ। গোয়ার মাদগাঁও রেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।
প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর চিন্তাভাবনাকে অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বন্দে ভারত এক্সপ্রেস মুম্বাই ও গোয়ার মধ্যে দ্রুত রেল সংযোগ গড়ে তুলবে। গতি এবং স্বাচ্ছন্দ্য দুই-ই যাত্রীরা উপভোগ করতে পারবেন এই ট্রেনটিতে ভ্রমণের মাধ্যমে। প্রসঙ্গত উল্লেখ্য, এটি হল দেশের ১৯তম বন্দে ভারত ট্রেন।
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং গোয়ার মাদগাঁও স্টেশনের মধ্যে চলাচল করবে এই বন্দে ভারত ট্রেনটি। গন্তব্যে পৌঁছতে এটির সময় লাগবে সাড়ে সাত ঘন্টার মতো। ফলে অন্যান্য দ্রুতগামী ট্রেনের তুলনায় ভ্রমণের ক্ষেত্রে সময়ের সাশ্রয় ঘটবে ১ ঘন্টার মতো।
দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ট্রেনটিতে বিশ্বমানের সমস্ত রকম সুযোগ-সুবিধা রয়েছে। ‘কবচ’ প্রযুক্তির সাহায্যে এতে গড়ে তোলা হয়েছে উন্নতমানের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা। এই ট্রেনটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে গোয়া এবং মহারাষ্ট্র – এই দুটি রাজ্যের পর্যটন শিল্পও আরও প্রসার লাভ করবে বলে আশা করা হচ্ছে।